Wednesday, 12 March 2014

একটা “IPS”

অন্ধকার রাত…লোডশেডিং চলছে। এক
নববিবাহিত দম্পতি তাদের
বেডরূমে বসে আছে।
জানালা দিয়ে দখিনা বাতাস আসছে।
বাতাসে স্ত্রীর ঘনকালো চুল
এলোমেলো হয়ে যাচ্ছে।
চাঁদের
আবছা আলোতে তারা একে অপরের
দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে…
বুঝতেই পারছেন খুব রোমান্টিক
পরিবেশ।
এমন একটা মুহূর্তে স্ত্রী স্বামীর খুব
কাছে এসে খুব ক্ষীণকন্ঠে বলল,
“তুমি কি বুঝতে পারছো, আমি এখন
তোমার কাছে কী চাইতে পারি?”
স্বামী বলল, “হ্যা, বুঝতে পারছি।
” স্ত্রীর কন্ঠস্বর আরো গাঢ় হল,
সে আগের চেয়েও ক্ষীণ
কন্ঠে বলল,”কি?”
.
.
.
.
স্বামী বলল, একটা “IPS”!

No comments:

Post a Comment