এক রাখাল বালক ও আর এক রাখাল বালিকা মাঠে পশু চড়াচ্ছে। রাখাল বালকের অনেক খায়েশ। কিন্তু কোন ভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না। রাখাল বালিকার ভিশন হিসু লেগেছে। বালিকাটি বালককে বলল আমার অনেক হিসু লেগেছে, বাড়ীতে গিয়ে হিসু করে আসি। তুমি আমার পশু গুলো দেখো। রাখাল বালকটি অত্যন্ত চালাক প্রকৃতির। সে বলল আমারও তো হিসু লেগেছে। তো এক কাজ কর আমার হিসু গুলো তোমার মধ্য নিয়ে যাও বাড়ীতে গিয়ে এক সঙ্গে করে ফেল।
No comments:
Post a Comment