Wednesday, 12 March 2014

আম-জাম

এক দম্পতি হানিমুনের জন্য ট্রেনে করে যাচ্ছেন। পথে এক স্টেশনে ট্রেন থামলেএকজন বৃদ্ধলোক হঠাত্ করে তাদের কম্পার্টমেন্টে উঠে পরে। লোকটি জানায় তারকাছে পয়সা না থাকায় টিকেট কাটতে পারেনি। বৃদ্ধের প্রতি দয়া হওয়ায় তারালোকটিকে তাদের কম্পার্টমেন্টে জায়গা দেয়।
রাতে ঘুমাবার সময় স্বামীটি বৃদ্ধলোকটিকে বলে -”চাচা আপনি বৃদ্ধমানুষ, আপনি নিচের সীটেই ঘুমান। আমরা স্বামী-স্ত্রী ওপরের বাঙ্কারে ঘুমাবে।”
লোকটি সম্মতি দিয়ে শ…ুয়ে পড়ে।
কিন্তু ঘুমাবার আগে স্ত্রী স্বামীকে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, ” আচ্ছা, রাতে আমরা যখন ‘ইয়ে’ করবো তখন শব্দ হলে একটা লজ্জার ব্যাপার হবে।”
স্বামীটি বলে, “চিন্তা করোনা, তুমি তখন ‘আম-জাম’ বলো, অন্যকোন শব্দ করোনা”
তো স্বামী-স্ত্রী কথামতো এভাবে সারারাত ‘আম-জাম’ করে কাটালো।
সকালে সবার ঘুম ভাঙলে স্বামীটি বৃদ্ধকে জিজ্ঞেস করল রাতে ঘুম কেমন হয়েছে।
বৃদ্ধ জবাব দিলেন, ” বাবা, ঘুম তো ভালই হয়েছে, কিন্তু সারারাত তোমরাবাঙ্কারে শুয়ে যে আম-জাম খেয়েছ তার ‘সব রস’ নিচে আমার গায়ে পড়েছে।

মাতাল

সবসময় মাতাল স্বামীর
অবর্তমানে স্ত্রী তার প্রেমিককে
নিয়ে বিছানায়
চাদরে ঢেকে আনন্দে লিপ্ত।
চরম মুহুর্তে ডোরবেলের শব্দ
স্ত্রী প্রেমিককে- ”
তাড়াতাড়ি লুকাও,আমার
স্বামী এসে গেছে”
প্রেমিক- ” কোন ব্যাপার
না,মাতালে বুঝতেই
পারবে না,তুমি যেমন আছ তেমনিই
থাক”
মাতাল স্বামী চাদরের নীচে ঢুকে -
স্ত্রীকে বলল,” প্রিয়তমা,চাদরের
নীচে ৬টি পা মনে হচ্ছে কেন?”
স্ত্রী-” কি যে বল,মাতাল
হয়ে তুমি ভুল করছ,নেমে দেখ ৪
টি পা আছে”
স্বামী বিছানা থেকে নেমে ৪টি পা
হয়ে বলল,
” সরি,সোনা, আসলে আমি মাতাল
ছিলাম তো”

একটা “IPS”

অন্ধকার রাত…লোডশেডিং চলছে। এক
নববিবাহিত দম্পতি তাদের
বেডরূমে বসে আছে।
জানালা দিয়ে দখিনা বাতাস আসছে।
বাতাসে স্ত্রীর ঘনকালো চুল
এলোমেলো হয়ে যাচ্ছে।
চাঁদের
আবছা আলোতে তারা একে অপরের
দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে…
বুঝতেই পারছেন খুব রোমান্টিক
পরিবেশ।
এমন একটা মুহূর্তে স্ত্রী স্বামীর খুব
কাছে এসে খুব ক্ষীণকন্ঠে বলল,
“তুমি কি বুঝতে পারছো, আমি এখন
তোমার কাছে কী চাইতে পারি?”
স্বামী বলল, “হ্যা, বুঝতে পারছি।
” স্ত্রীর কন্ঠস্বর আরো গাঢ় হল,
সে আগের চেয়েও ক্ষীণ
কন্ঠে বলল,”কি?”
.
.
.
.
স্বামী বলল, একটা “IPS”!

অবদান বেশী

এক দম্পতি সিন্ধান্ত নিলো তারা ডিবোর্স নিবেন কিন্তু তাদের একমাত্র সন্তান কে পাবে সেটা ফয়সলা করতে আদালতে গেল।
বিচারক, প্রথমে স্ত্রীকে বললেন, তিনি কেন ছেলেকে পেতে চান? স্ত্রী বললেন, “আমি ১০ মাস ধরে আমার সন্তানকে আমার গর্ভে ধারন করেছি। আমি আমার স্তন পান করিয়ে বড় করেয়েছি। আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি। সুতরাং সন্তানের অধিকার শুধুই আমার”
বিচারক মুগ্ধ হয়ে গেলেন এবং স্বামীকে বললেন যে তার কিছু বলার আছে কিনা?
স্বামী বললেন “আমরা যখন কোকাকোলা মেশিনে কয়েন ডুকাই তখন মেশিন থেকে কোক বেরিয়ে আসে। এখানে কার অবদান বেশী? কয়েন নাকি মেশিনের? এখন আপনিই বিচার করুন”

চাইনা মোবাইল

স্ত্রী:তুমি আমাকে কতটুকু ভালোবাসো ?
স্বামী: আমি তোমাকে বাম ভালবাসি, কখনও তোমাকে বুলতে পারবনা ।
স্ত্রী: তুমি আমাকে কেমন ভালোবাসো একটো খুলে বলনা
স্বামী: okey, যেমন ধরো আমি হোলাম মোবাইল আর তুমি সিম কার্ড সিম কার্ড ছাড়া মোবাইল যেমন তোমাই ছাড়া আমি তেমন।
স্ত্রী: woow,, দারুন রোমান্টিক ,,
স্বামী: (মনে মনে) আল্লাহ বাচাইছে সে বুজতে পারেনি আমি একটা চাইনা মোবাইল আর এর ভিতরে চারটা সিম ঢুকানু আছে

স্ত্রীকে খুঁজি

মার্কেটে গিয়ে আরাম খান তার বউকে হারিয়ে ফেললো। হন্তদন্ত হয়ে হাঁঠতে গিয়ে ধাক্কা খেলো আরেক জনের সাথে।
আরাম খান বললো, আমি দু:খিত, আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। ওর চিন্তায় কোথায় যাচ্ছি খেয়াল করতে পারিনি।
দ্বিতীয় জন বললো, আমিও তো আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি।
আরাম খান বললো, তোমার স্ত্রী দেখতে কেমন? তাহলে হয়তো আমি খুঁজতে সাহায্য করতে পারবো।
দ্বিতীয় জন বললো, আমার স্ত্রী লাল চুলের, সবুজ চোখ, লম্বা সুগঠিত পা আর শর্ট স্কার্ট পরে আছে। তোমার স্ত্রী দেখতে কেমন?
আরাম খান বললো, আমারটার কথা বাদ দাও। চলো তোমার স্ত্রীকে খুঁজি।

কাস্টমার কেয়ারে

রাত ১২টা, প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া নতুন বিবাহিত এক লোক মোবাইলে ইন্টারনেট চালু করার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিসে।
লোকঃ ভাই, আমার মোবাইলে কিভাবে ইন্টারনেট চালু করবো? ঐ যে আছে না, ইয়ে টিয়ে দেখা যায় যেখানে ঢুকে।
কাস্টমার ম্যানেজারঃ দুঃখিত স্যার। আমি দেখতে পাচ্ছি আপনার হ্যান্ডসেটটি হল নোকিয়া ১১০০, এইটাতে তো ইন্টারনেট চালু হবে না।
লোকঃ বলেন কি! ও বউ তাড়াতাড়ি গায়ে চাদর টানো, লাইট বন্ধ করো, সে আমাদের রুমের সব দেখতে পাইতেসে।